নসট্যালজিয়ার অবসান
পার্থিব মোহের ফানুস উড়িয়েছি,
নসট্যালজিয়া বালিয়াড়ির গহীনে
ঢাকা পড়েছে।
হৃদয়ের বিষাক্ত অন্ত ক্ষরণে
যাপিত জীবনের পেয়ালা ডুবে,
সাগরের স্রোতে ভেসে গেছে
অচিন লোকে।
বিমোক্ষ লাভের আশে বারেবারে
জীবন মৃদঙ্গের তাল কেটে
কন্ঠে বেজেছে বেসুর ফুকরই,
পাষাণ বেধেছি হৃদয়ে আর তাতে
বিষাদের নকশা কেটেছে বাড়ই।
তোমার হৃদয়ের শিরা উপশিরায়
আমি হয়েছি মাধুকরী,
কখনো বা ডুবুরি সেজে অতলে
কুড়াতে চেয়েছি শুক্তি।
বিরোচন বিদ্রুপের হাসিতে আমার
নীড়ের জানালার ফাঁকে উঁকি ঝুঁকি
দেয় নিত্য,
আমি এ জগৎ সংসারে অর্বাচীন,
তাই নিয়েছি আজ প্রব্রজ্যা ব্রত।
বইতে চাই না আর কোন পুড়ে যাওয়া
জীবনের গল্প।
নোঙর গুটিয়ে ভাসিয়েছি সাম্পান
ঘুচিয়েছি তীরের যবনিকা,
দিব্য চোখে সংবিষ্ট চিত্তে চেয়েছি সুখ,
বাস্তব জীবন নামক চালনিতে
অবশিষ্ট কেবল দুরাকাঙ্ক্ষা।।
লেখকঃ মাহফুজা আরা পলক
পেশাঃ প্রভাষক, কিশোরগঞ্জ মডেল কলেজ।