কিশোরগঞ্জের কথা
***********
কিশোরগঞ্জের মানুষ আমরা
আতিথেয়তায় সেরা।
ইতিহাস-ঐতিহ্যে
কিশোরগঞ্জ সেরা।
হোসেনপুরের মিষ্টির কদর
ঐতিহ্যে সেরা।
পাকুন্দিয়ার মঙ্গলবাড়ি
লিচুতে সেরা।
কটিয়াদীর সত্যজিত রায়
চলচ্চিত্রে অস্কার পায়।
তালজাঙ্গার জমিদার, হিজলজানি বিল
ঘোড়ার গাড়ি, পাল্কি তাড়াইলের সীল।
মিঠাবনের মিঠামইন
হাওরে সেরা।
ভাটির রাণী অষ্টগ্রাম,
পনিরে সেরা।
আনন্দমোহন বসু, গুরুদয়াল সরকার
আদি শিক্ষায় অবদান শুনেছি ইটনার।
ঈশা খাঁর রাজধানী
করিমগঞ্জ সবাই জানি।
ব্যবসা- বানিজ্যে,
ভৈরব বাজার সেরা।
নদী-নালায় মাছ চাষে,
কুলিয়াচর সেরা।
মসলিন তজনব ছিলো বাজিতপুরে,
সময়ের বিবর্তনে গেছে হারিয়ে।
নিকলীর বেড়ি বাঁধ,
দূর করে সব অবসাদ।
কিশোরগঞ্জের মানুষ আমরা,
দাওয়াত দিলাম তাই।
অবসর, ছুটিতে-
দেখে যাবেন ভাই।
লেখক: তোফায়েল আহমেদ তুষার
সংবাদকর্মী, কিশোরগঞ্জ।