আজও মনে পড়ে তোমাকে
***************
কতদিন দেখিনি তোমায়!
তবুও বারবার
মনে পড়ে তোমাকে।
বুকের ভিতর, হৃদয়ের গহীনে,
আমি অনুভব করি
তোমার শূণ্যতা।।
তোমার রহস্যাবৃত চোখের দৃষ্টি ও
বাঁকা ঠোঁটের হাসিতে
আমি রচনা করি এক
অমর কাব্য।
বসন্তের পর বসন্ত গেলো,
তোমার শূন্যতায় এখনো
নির্ঘুম চোখে কথা বলি
চাঁদের সাথে।
কখনো ব্যথা হয়
হৃদয়ের পাজরে।
এখনো তোমার অস্তিত্ব
অমার বুকের খাচায়,
হৃদয়ের স্পন্দনে।
আমার সাধ, স্বপ্ন
ও ভালবাসায়….,
আজও মনে পড়ে তোমাকে।
*****************
লেখক: নজরুল ইসলাম সাগর
সভাপতি, অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব