নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল। বুধবার (২৮ অক্টোবর) উপজেলার ভাতশালা গ্রামে এ ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক অসহায়, দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্তুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হক রন্টি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অষ্টগ্রাম উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলী রহমান খান, ইউপি সদস্য ছোয়াব মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট এমদাদুল আশরাফী প্রমুখ।
এ সময় মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের চিকিৎসক ও মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ নাজমুল হাসান ভুঁইয়া সোহেল, ইমারজেন্সি মেডিকেল অফিসার আশরাফ উদ্দীন স্বপন। ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন পল্লী চিকিৎসক মোঃ মাহবুবুল আলম কিসমত।