নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হাসপাতালের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. নাজমুল হাসানের নেতৃত্বে অষ্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় ডা. নাজমুল হাসান বলেন, পৃথিবীর ইতিহাসে আমরাই একমাত্র জাতি যারা নিজের মাতৃভাষার সম্মান রক্ষার্থে রাজপথে নিজেদের তাজা প্রাণ ঢেলে দিয়েছি। আমাদের এই মাতৃভাষার সম্মান যাতে অক্ষুন্ন থাকে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। ভাষার মর্যাদা রক্ষা করতে পারলেই ভাষা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন সার্থক হবে।
এ সময় হাসাপাতালে কর্মরত সকল বিভাগের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।