নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বেসরকারি প্রাইভেট ক্লিনিক মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগিরচর এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক গ্রামবাসীয়র সম্পূর্ণ বিনামূল্যে রক্ত পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব ফজলুল করিম বাদল, আদমপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ বাশেদ মিয়া ইউপি সদস্য গোলাম মোস্তফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালের চিকিৎসক ও মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নাজমুল হাসান সোহেল ও মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা আক্তার শিফা, হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আশরাফ উদ্দিন স্বপন, মেডিকেল টেকনোলজিস্ট জনাব মোঃ এমদাদুল হক আশরাফী প্রমুখ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ নাজমুল সোহেল জানান, এই প্রত্যন্ত হাওর অঞ্চলের মানুষকে স্বল্প খরচে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল। তারই ধারাবাহিকতায় আমরা প্রতি মাসে অষ্টগ্রাম উপজেলাসহ আশে পাশের উপজেলাগুলোতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র-হতদরিদ্রদের উন্নত চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসছি। হাওরের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলমান থাকবে।