অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ৫কেজি গাঁজাসহ এক নারী ও ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অষ্টগ্রাম মডেল থানার উপ পরিদর্শক সুমন তালুকদার উপজেলার অষ্টগ্রাম-মিঠামইন অলওয়েদার সড়কের ভাতশালা এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা কালে সন্দেহজনক কয়েকজনকে ডেকে আনতে চাইলে তারা দৌড়ে পালানোর সময় তাদের তল্লাশি করে ৫কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফররুখ মিয়া (৪৫) পিতা: জলফু মিয়া, আছিয়া বেগম (৩৫) স্বামী: ফররুখ মিয়া, ও নূরে আলম (২৮) পিতা: তাউস মিয়া। তারা বি-বাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলার ডরমন্ডল গ্রামের বাসিন্দা। এছাড়া জুয়েল মিয়া (৪৫) পিতা মৃত মলাই মিয়া, তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম মডেল থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্ল্যা বলেন, তারা নাসিরনগর থেকে মাদক নিয়ে বিক্রির উদ্দেশ্যে কিশোরগঞ্জ যাওয়ার পথে ভাতশালা চেকপোস্টে তাদের আটক করা হয়। তিনি বলেন, ফররুখ মিয়া ও আছিয়া বেগম সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।