অষ্টগ্রাম সংবাদদাতাঃ আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করছে অষ্টগ্রাম উপজেলা প্রশাসন।
শনিবার (১৯ মার্চ) বিকাল ৫ টায় অষ্টগ্রাম উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ কাছেদ মিয়া, অষ্টগ্রাম প্রেসক্লাব সভাপতি দেবপদ চক্রবর্তী, অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর, সহ-সভাপতি অজিত দত্ত, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপজেলার ১৫ হাজার ৮ শত ১৮ জন সুবিধাভোগী এ টিসিবি পণ্য কার্যক্রমের আওতাধীন থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ।
এছাড়া সংবাদ সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও টিসিবি ডিলারগণ উপস্থিত ছিলেন।