নিজস্ব সংবাদদাতা: অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ অষ্টগ্রাম উপজেলাবাসীসহ দেশবাসীকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (১ জানুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা শুভেচ্ছা জানিয়ে সভাপতি নজরুল ইসলাম সাগর বলেন, ২০২০ সাল সকলকে কষ্ট দিয়েছে। তার উপর বৈশ্বিক মহামারী কভিড-১৯ এর প্রকোপে সবাই ভীতসন্ত্রস্ত হয়ে বছরটি পালন করেছে। তবে ২০২১ সাল সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এছাড়া অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, ২০২০ সাল আমাদের অনেক কিছু শিখেয়ে গেছে। আমরা অনেক পরিচিত মুখসহ আপনজন হারিয়েছে। কভিড-১৯ পরিস্থিতির মধ্য দিয়ে দেশবাসীসহ বিশ্ববাসী ভয়ার্ত গত একটি বছর কাটালো। নতুন বছর ২০২১ শান্তির সুবাতাস নিয়ে সকলের মাঝে হাসি, আনন্দ, গৌরব ও সাফল্যের একটি বছর হয়ে যেন থাকে সেটাই প্রত্যাশা করি।