নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে ইমন (১৬) নামে এক কিশোরের খুন হয়েছে।
কুলিয়ারচর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় ছয়সূতী গ্রামের মধ্যপাড়া এলাকায় ইমনের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে রুহুল আমীন ওরফে রুহুলের (১৮) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাঁশের লাঠি দিয়ে রুহুল ইমনের মাথায় আঘাত ইমন মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় ইমনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে সকালে কুলিয়ারচরের বড় ছয়সূতী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ইমন ওই গ্রামের পাদুকা ব্যবসায়ী ইব্রাহিম মিয়ার ছেলে।
ওসি, তদন্ত কাজী মাহফুজ হাসান সিদ্দিকী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।