নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বজ্রপাতে মাহে আলম (৩১) নামে এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার (১১ জুন ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দেওঘর ইউনিয়নের হাওরে এ ঘটনাটি ঘটে । নিহত মাহে আলম দেওঘর ইউনিয়নের পূর্ব আলীনগর গ্রামের শাহজাহান মোল্লার ছেলে ।
পুলিশ সূত্র জানায়, মাহে আলম বিকেলে গরু আনতে হাওরে গেলে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে মাহে আলম মারা যায়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন ।