নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব হামিদুল হক মুকুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা পৌনে একটার দিকে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।
পেশায় তিনি ছিলেন কৃষি বিভাগের কর্মকর্তা। এছাড়া তিনি কিশোরগঞ্জ সুরঙ্গম শিল্পী গোষ্ঠীর সভাপতি, উদিচী শিল্পী গোষ্ঠীসহ কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে কিডনীসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
তার গ্রামের বাড়ি পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামে। তার মৃত্যুতে কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।