নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জে অপহরণের পর মুক্তিপন আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ দেখতে আসেন তিন বন্ধু। কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল ডুবাইল এলাকার মোঃ এমদাদের পুত্র আনিসুল ইসলাম পাভেল, অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কবিরখান্দান এলাকার মাজু মিয়ার পুত্র মোঃ নওয়াব মিয়া ও মৃত উস্তর মিয়ার পুত্র মোঃ সুমন মিয়া তিন বন্ধুকে অপহরণের পর মারপিট করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপন আদায় করে।
জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা বিকাশের মাধ্যমে অপহরণকৃত তিন বন্ধুর পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা আদায় করে। আসামিদের নিকট থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণ নেয়া ৩০,০০০ টাকার মধ্যে নগদ ২০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এছাড়া ঘটনার সাথে জড়িত অন্যান্যদের নাম-ঠিকানাও প্রকাশ করেছে তারা। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।