ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে কোভিড-১৯ সংক্রামন নিয়ন্ত্রণের লক্ষ্যে লকডাউন সফল করার লক্ষ্যে সিএনজি সহ শতাধিক রিক্সা, বিভাটেক, অটো গাড়ি আটক করেছে থানা পুলিশ।
৯ জুলাই (শুক্রবার) বিকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কুলিয়ারচর বাজার এলাকায় রিকশা, ভ্যান, অটোরিকশা, সিএনজি অবাধে চলাচল করতে দেখা যায়।
এ সময় কুলিয়ারচর থানা পুলিশ বাজার ও থানা এলাকায় অভিযান পরিচালনা করে শতাধিক যানবাহন আটক করে। আটককৃত যানবাহন ছাড়িয়ে নিতে থানার সামনে চালকসহ যানবাহন মালিকদের ভীড় করতে দেখা যায়।
ভীড় করার কারণ জানতে চাইলে রিক্সা চালক মোমেন মিয়া (৩৫), ওয়াছ মিয়া (৪৫), বিভাটেক চালক মনির মিয়া (৩০), গোলাপ মিয়া (৪০), অটো চালক ইব্রাহিম (৩৬) সহ শতাধিক যানবাহন চালক বলেন, আমরা দিন আনি দিন খাই। আমাদের গাড়িগুলো আটক রাখলে আমাদের পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান বলেন, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আটককৃত যানবাহনের বিষয়ে তিনি জানান, নির্দিষ্ট একটা সময় পরে মুচলেকা দিয়ে যানবাহন গুলো ছেড়ে দেওয়া হবে। যাতে তারা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি বিধি নিষেধ মেনে চলে।