নিজস্ব সংবাদদাতা: ছয়সূতী ইউনিয়ন প্রবাসী একতা সংসদের প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হলো কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের প্রবাসী ভাইদের কল্যাণ ও অত্র ইউনিয়নের অসহায় ও অধিকার বঞ্চিত মানুষের কল্যাণ ও আর্থ-সামাজিক উন্নয়ণে কাজ করা।
এই লক্ষ্যকে সামনে রেখে ছয়সূতী ইউনিয়ন প্রবাসী একতা সংসদের ৫১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক ইতালী প্রবাসী আজিজুল হক বাচ্চু, সদস্য সচিব ইতালী প্রবাসী মো: জসীম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান (সিঙ্গাপুর),।
কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক যারা মনোনীত হলেন- রাসেল আহমেদ সাগর (গ্রীস), মো: কামরুল ইসলাম (সিঙ্গাপুর), মো: শায়েস্তা খাঁন (মালয়েশিয়া), শেখ রাজিব মাহমুদ (মালয়েশিয়া), মাহমুদুল হাসান বারিক (মালয়েশিয়া), মো: নাঈম আল ইউসুফ (মালয়েশিয়া), আক্তার হোসেন খাঁন (দুবাই), মো: আশরাফুল ইসলাম মিরন (ইতালী), মো: ইমরুল কায়েস (ইতালী), মো: নাজমুল ইসলাম বাবু (ইতালী), উবায়দুল ইসলাম (ইতালী), মো: বকুল মিয়া (ইতালী), মো: কাউছার আহমেদ (ইতালী), মো: রাসেল আহমেদ কাজল (ইতালী)।
কমিটির যুগ্ম আহবায়ক যারা মনোনীত হলেন- আসলাম খাঁন (জার্মান), মো: রুবেল মিয়া (গ্রীস), মো: আরশ মিয়া (গ্রীস), মো: আক্তার হোসেন (সৌদি আরব), মো: আনার হোসেন (কুয়েত), মো: আমিনুল ইসলাম (সিঙ্গাপুর), মো: সুমন মিয়া (ওমান), মো: রাকিবুল ইসলাম (কুয়েত), মো: আবির আহমেদ রাকিব (সৌদি আরব), মো: হেদায়েত উল্লাহ (কুয়েত), মো: আব্দুস সালাম (সৌদি আরব), মো: জুয়েল মিয়া (ওমান), মো: বিপুল (ওমান), মো: ইকবাল মিয়া (সৌদি আরব), মো: আলা আমিন (মালয়েশিয়া), মো: রতন মিয়া (মালয়েশিয়া), মো: মোবারক মিয়া (ব্রæনাই), মো: বাছির (কুয়েত), মো: সোহরাব আহমেদ (কুয়েত), মো: সাঈম রোমান (কাতার), হুমায়ূন (মালয়েশিয়া), মো: রফিকুল (ওমান), মো: হিমেল হোসেন (সৌদি আরব), মো: মোমেন মিয়া (গ্রীস), মো: মেনু মিয়া (কাতার), মো: জহিরুল ইসলাম (ব্রæনাই), মো: রউফ মিয়া (ওমান), উবায়দুল (মালয়েশিয়া), আমজাদ হোসেন রকি (সাউথ আফ্রিকা), শাহাদাৎ হোসেন রতন (কাতার), মো: জনাব আলী (দুবাই), রাজন সুত্রধর (দুবাই), প্রভিতর সুত্রধর (মালদ্বীপ), মো: আলম (দুবাই), মো: জাহাঙ্গীর (কাতার) প্রমুখ।
ছয়সূতী ইউনিয়ন প্রবাসী একতা সংসদ এর আহবায়ক ইতালী প্রবাসী আজিজুল হক বাচ্চু বলেন, আমরা খুব শ্রীঘ্রই আমাদের সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটি ঘোষণা করব। ছয়সূতী ইউনিয়ন বাসীর সুখে-দুখে আমরা প্রবাসীরা পাশে থাকতে চাই। আমাদের প্রবাসী ভাইদের জন্য সকলের নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করি। আমরাও আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি।¬¬