বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া ও জামিলা জামিল। দুজনের চেহারার কোনো মিল নেই। একজন ভারতের অন্যজন ব্রিটেনের অভিনেত্রী। এরপরও প্রিয়াঙ্কাকে নয়, জামিলাকে মার্কিন গায়ক নিক জোনাসের স্ত্রী ভেবে ভুল করেছিলেন এক ব্যক্তি। এতে নেটিজেনদের বিদ্রুপাত্মক মন্তব্যও শুনতে হচ্ছে তাকে। টুইটারে তিনি লিখেছেন, জামিলা জামিলের সঙ্গে নিক জোনাসের কি বিচ্ছেদ হয়ে গেছে?
টুইটটির উত্তর দিয়েছেন জামিলা জামিলও। তিনি লিখেছেন, প্রিয়াঙ্কা চোপড়া একজন ভারতীয় অভিনেত্রী। প্রিয়াঙ্কার সঙ্গে আমার কোনও মিল নেই। আমি বিশ্বাস করি প্রিয়াঙ্কা এবং নিক সুখী দম্পতি।
জামিলার ওই উত্তর দেখে পাল্টা ভালবাসা জানান প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, জামিলার টুইটের পর তার উত্তর দিয়ে রিটুইট করেন সাবেক এ বিশ্বসুন্দরী।
২০১৮ সালের ডিসেম্বরে নিক ও প্রিয়াঙ্কা খ্রিস্টান ও হিন্দু রীতি মেনে বিয়ে করেন।