অষ্টগ্রাম প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে করোনার দ্বিতীয় ধাপ ঠেকাতে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট নিয়ে মাঠে নেমেছে অষ্টগ্রাম থানা পুলিশ।
‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই ¯েøাগানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক পরা নিশ্চিত করতে অষ্টগ্রাম থানা পুলিশ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।
এখানে উল্লেখ্য যে, গত রোববার (২১ মার্চ) সকালে জেলার ১৩টি থানায় একযোগে এ সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
এরপর থেকে অষ্টগ্রাম থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কর্মসূচি গ্রহনসহ মাস্ক বিতরণ করে আসছে। এরই অংশ হিসেবে আজ শনিবার উপজেলার কাস্তুল ইউনিয়নের বৌ বাজার এলাকায় মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্ল্যা এ প্রতিনিধিকে জানান, কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা এ সচেতনতামূলক কর্মসূচী হাতে নিয়েছি। যতদিন করুনা পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসবে তততিন এ কর্মসূচী অব্যাহত থাকবে।