মাহবুব আলম (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের প্রশিক্ষণ উদ্ভোধন করা হয়েছে।
আজ বুধবার (০৩ ফেব্রুয়ারী) সকাল ১০টায় অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উক্ত টিকাদান কার্যকমের উদ্ভোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ।
এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মিজানুর রহমান (এমওডিসি) ও মেডিকেল অফিসার ডাঃ ফারজানা রহমান রাফা।
দু’দিনের এই প্রশিক্ষণ কোর্সে
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর সকল নার্স, স্বাস্থ্যকর্মীসহ ৪৩ জন হেলথ্ ভলান্টিয়ার অংশ গ্রহণ করবেন।
উদ্বোধনের শুরুতে ডা. বুলবুল আহম্মদ বলেন, আগামী ৭ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশে একযোগে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।
তাই সাধারণ মানুষের মাঝে যাতে গুজব না ছড়িয়ে পড়ে সেই লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি ও কোভিড-১৯ এর টিকাদান সঠিকভাবে বাস্তবায়নের জন্য স্বাস্থ্যকর্মীদের আরও দক্ষ করার উদ্দেশ্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি এ উপজেলায় টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে সকল শ্রেণির পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।