নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে স্বপ্নিল গণগ্রন্থাগার কাস্তুল বাজারের উদ্যোগে বইপাঠ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রæয়ারী) স্বপ্নিল গণগ্রন্থাগরের সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক ও অষ্টগ্রাম মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ নাজমুল হাসান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি রেজাউল করিম সেলিম, নিরিবিলি পাঠাগারের সভাপতি ডাঃ সাজ্জাদ হোসাইন সমুজ। উক্ত প্রতিযোগীতায় তিনটি বিভাগে একুশ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন ও ছয় জন বিজয়ীকে মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হসপিটালের অর্থায়নে পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বপ্নিলের সাংগঠনিক সম্পাদক আমিনুল হক নজরুল।
Date: