অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের সকল ইউনিয়নে পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ পরিবারে মানবিক সাহায্য প্রদান সম্পন্ন হয়েছে। অষ্টগ্রাম উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রতি পরিবারে ৫০০ (পাঁচশত) টাকা করে উপজেলার ৪০০০ (চার হাজার) পরিবারে বিশ লক্ষ টাকার এ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল আলম উপস্থিত থেকে উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় এ অর্থ বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমাছ উদ্দিনসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।