নিজস্ব সংবাদদাতাঃ কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ২০০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ আক্তার হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম মডেল থানা পুলিশ। বুধবার (৩০ জুন) দুপুর ১২টায় অষ্টগ্রাম পুরাতন জেলা পরিষদ ডাক বাংলোর সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আক্তার হোসেন ভৈরব উপজেলার চন্ডীবের এলাকার মৃত নাসির হোসেনের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অষ্টগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্ল্যার নেতৃত্বে এসআই সঞ্জয় কুমার ও এএসআই মোঃ ওমর ফারুক অভিযান পরিচালনা করে পুরাতন ডাক বাংলো এলাকা থেকে আক্তার হোসেনকে গ্রেফতার করে।
অষ্টগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্ল্যা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ২০০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।