নিজস্ব সংবাদদাতাঃ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২১ এর আবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মার্চ) সকালে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, এমডিভি কার্যক্রমের প্রোগ্রাম সুপার ভাইজার কাউসার আহমেদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, অষ্টগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্ল্যা, অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফারুক আহাম্মদ, দেওঘর ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহীম মিয়া, কলমা ইউপি চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস, অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, অষ্টগ্রাম প্রেক্লাবের সাংগঠনিক সম্পাদক মন্তোষ চক্রবর্তী প্রমুখ।
সভায় জলাতঙ্ক রোগ বিষয়ে সকলকে সচেতন থেকে নিজ নিজ এলাকায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।