ভিশন ডেস্ক: সদ্য প্রয়াত এটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের জানাজার নামাজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতির সভাপাতি এ এম আমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত বলেন, সোমবার সকাল ১১টায় এটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আনা হবে। পরে আইনজীবী সমিতি প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
এটর্নি জেনারেল মাহবুবে আলম (৭১) রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সূত্র: বাংলানিউজ