নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আলতাব মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১০ মার্চ) সকালে উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের শিমুলবাঁক দক্ষিণপাড়া গ্রামে এই নিহতের ঘটনাটি ঘটে। নিহত আলতাব মিয়া শিমুলবাঁক দক্ষিণপাড়া গ্রামের সুন্দর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে আলতাব মিয়া নিজের ঘরে বৈদ্যুতিক সংযোগ দেয়ার কাজ করছিল। এক পর্যায়ে সে ঘরের উপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম জানান, খবর পেয়ে ইটনা থানার এসআই আবু সায়েম ও এএসআই হারুন অর রশিদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।