নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে তিন কেজি গাঁজাসহ আলী আকবর (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার (৫ জুন) দিবাগত রাতে বাজিতপুর উপজেলার পাটুলী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। এ সময় মাদক ব্যবাসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও তার কাছ থেকে জব্দ করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ী আলী আকবর জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের বনেরগাঁও চণ্ডিপাড়ার মো. নজরুল ইসলামের ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি সমীর সরকার নিউজ ভিশনকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাজিতপুর উপজেলার পাটুলী ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে তিন কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল সেটসহ মাদক ব্যবসায়ী আলী আকবরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে স্বীকার করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।