নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জে নগদ টাকাসহ ১০ জুয়ারীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলার সদর থানাধীন কালিয়ারকান্দা এলাকার তাহের উদ্দিন আনোয়ারী উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১৪, সিপিসি-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কালিয়ারকান্দা এলাকার তাহের উদ্দিন আনোয়ারী উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার দক্ষিন পার্শ্বের খোলা মাঠে কিছু লোক টাকার বিনিময়ে জুয়া খেলছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার র্যাবের একটি আভিযানিক দল দুপুর ১.০০টার দিকে অভিযান চালিয়ে শুকুর আলী (২৫), মোঃ মান্নান (৩৫), মোঃ মাসুদ মিয়া (২০), মোঃ ওমর ফারুখ (৩৫), মোঃ আল-আমিন (২৮), মোঃ বাবু (৩৫), মোঃ লিটন (৪০), মোঃ আজিল উদ্দিন (২৮), মোঃ রঞ্জু মিয়া (৪২), মোঃ সুমন মিয়া(৩০) নামে ১০ জুয়ারীকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত শুকুর আলী জেলার কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের আষাঢ়কান্দি গ্রামের আসেন মিয়ার ছেলে, মোঃ মান্নান একই গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে, মোঃ মাসুদ মিয়া রায়খোলা গ্রামের বকুল মিয়ার ছেলে, মোঃ ওমর ফারুখ গৌরিপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে, মোঃ আল-আমিন একই গ্রামের মীর হোসেনের ছেলে, মোঃ বাবু মৃত বশির উদ্দিনের ছেলে, মো. লিটন মৃত আসেন মিয়ার ছেলে, মোঃ আজিল উদ্দিন মৃত তমিজ উদ্দিনের ছেলে, মোঃ রঞ্জু মিয়া মৃত আব্দুল সাত্তারের ছেলে এবং মোঃ সুমন মিয়া মৃত বুদু মিয়ার ছেলে।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১১ হাজার ৬শত টাকা, ৩টি মোবাইল সেট ও ৩ বান্ডিল তাস জব্দ করে র্যাব।
র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার এম শোভন খান (লেঃ কমান্ডার বিএন) নিউজ ভিশনকে জানান, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রেরণ করা হয়েছে।