ফারজানা আক্তার, কুলিয়ারচর সংবাদদাতাঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরের ফরিদপুর ইউনিয়ন প্রবাসী কল্যান ঐক্য পরিষদ এর পক্ষ থেকে কুলিয়ারচরের উন্নয়নের রূপকার কুলিয়ারচর আওয়ামিলীগের প্রধান উপদেষ্টা ও কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মূছা মিয়া(সিআইপি) সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও ফরিদপুর ইউনিয়নের সকল প্রবাসীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (২৭ জুন) বিকাল ৫ ঘটিকার সময় ফরিদপুর ইউনিয়ন প্রবাসী কল্যান ঐক্য পরিষদের আয়োজনে ফরিদপুর আনন্দ বাজার কমিটির সভাপতি গোলাম মিয়ার সভাপতিত্বে ফরিদপুর ইউনিয়নে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুক্তিমামুদ খোকা, ফরিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সাবেক প্রবাসী আবদুল মজিদ (ইরাকি), সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল-আমিন ভূইয়া টেংকু, সাবেক ছাত্রলীগ নেতা ও মাযার কমিটির সেক্রেটারী মোঃ তারেক আজিজ খান ইকবাল, ফরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মুছা, যুবলীগ নেতা মোঃ নুরুল ইসলাম নুরু মিয়া, আওয়ামী লীগ নেতা মোঃ ওমর ফারুক ভূঞা এবং ফরিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগন।
আলোচকগণ দোয়া ও মিলাদ মাহফিলে সিআইপি মূছা মিয়ার মহান কর্ম জীবন নিয়ে স্মৃতিচারন তুলে ধরেন এবং এ সংগঠনের মাধ্যমে ঐক্য হয়ে এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য,মূছা মিয়া (সিআইপি)১৯ জুন সকাল ৬ ঘটিকার সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
অনুষ্ঠানের দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোঃজামাল উদ্দিন।