ভিশন ডেস্ক: বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যহাতির আক্রমণে দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১টায় উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মনছুর আলম (১৮) ও হুমায়ন কবির (১৭)। আহত হাফেজ নুরুল ইসলামের ছেলে মো. জুবায়েরকে (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দুর্গম মেরাইতং পাহাড় থেকে গভীর রাতে ১১টি বন্যহাতি নেমে আসে। রাত ১টার দিকে আলীকদম উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে কোনাপাড়া এলাকায় বন্যহাতির দলটি আক্রমণ চালায়। এসময় হাতির দলের আক্রমণে নিহত হয় মনছুর আলম ও হুমায়ন কবির এবং আহত হয় জুবায়ের।
এদিকে হাতির আক্রমণের সংবাদ পেয়ে রাত ৩টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করে ও আহত জুবায়েরকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রাকিব উদ্দীন বাংলানিউজকে জানান, গভীর রাতে বাড়ির পাশ দিয়ে যাওয়া হাতি হামলা করতে পারে ভেবে পিছু নেয় মনছুর ও হুমায়নসহ তিন জন। পরে বন্যহাতির দল দেখে ভয়ে চিৎকার দেন মনছুর। এতে বন্যহাতির দলটি ক্ষিপ্ত হয়ে সঙ্গে সঙ্গে মনছুর আলমকে পায়ের তলায় পিষ্ট করে, একইসঙ্গে হুমায়ন কবিরকে ছুঁড়ে মারলে ঘটনাস্থলে দুইজনের করুণ মৃত্যু হয়। এসময় আহত হয় এক জন।