ভিশন ডেস্ক: রাজশাহী-গোয়ালন্দঘাট-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে ট্রেনটি রাজশাহী-পাচুরিয়া-ভাঙ্গা-রাজশাহীর রুটে নিয়মিত চলাচল করবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (পশ্চিম) কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী থেকে বিষয়টি জানা যায়।
আরও জানা যায়, পাচুরিয়া-গোয়ালন্দঘাট রুটে একটি এবং রাজবাড়ী-গোয়ালন্দঘাট-রাজবাড়ী রুটে দুটি সাটল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাছাড়া, আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন উভয় পথেই যেসব স্টেশনে যাত্রাবিরতি করবে সেগুলো হলো-ঈশ্বরদী, পাকশী, ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালি, খোকসা, পাংশা, কালুখালী, রাজবাড়ী, পাচুরিয়া জং, ফরিদপুর, তালমা ও পুখুরিয়া স্টেশনে। সূত্র: বার্তা ২৪