স্পোর্টস ভিশনঃ লা লিগায় বুধবার প্রথম ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। তার আগে শনিবার রাতে তারাগোনার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে স্প্যানিশ জায়ান্টরা। এ ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সা। ওসমানে দেম্বেলে, অ্যান্তোনিও গ্রিজমান ও ফিলিপে কৌতিনহো গোলের দেখা পেলেও প্রথম হাফ খেলে গোলহীন ছিলেন লিওনেল মেসি।
এই ম্যাচে সব খেলোয়াড়কে বাজিয়ে দেখেন কোচ রোনাল্ড কোম্যান। ৪-২-৩-১ ফরম্যাটে মাঠে নামান শিষ্যদের। ইনজুরি কাটিয়ে লম্বা সময় পর মাঠে নামেন দেম্বেলে। পাঁচ মিনিটের মাথায় গোলরক্ষকের পায়ের ফাঁকা দিয়ে বল জালে পাঠান। ১৭ মিনিটের মাথায় গ্রিজমান পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান। তাতে ২-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় কাতালানরা।
বিরতির পর বিকল্প লাইন-আপ মাঠে নামান কোম্যান। এই অর্ধে ফিলিপে কৌতিনহো পেনাল্টি থেকে গোল করেন। দ্বিতীয়ার্ধে দারুণ খেলেন ব্রাজিলিয়ান এই তারকা।