যদি বেঁচে থাকি
********************
যদি বেঁচে থাকি, দেখা হবে ফের
তোমার আমার,
কোন এক ব্যস্ত শহরে।
কিংবা কোথাও
মানুষের ভীড়ে।
ফুটপাতে চটপটি খেতে বসে কোথাও
কিবা কোন পার্কের গাছ তলায়।
দেখা হবে ফের
তোমার আমার।
শত ব্যস্ততা ভুলে সেদিন
দেখবো তোমায়, গভীর অনুরাগে
নিস্পলক দৃষ্টি মেলে।
লেখক: মুহাম্মদ সুফিয়ান তাসদিক
কাগজীগ্রাম, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
পেশা: ছাত্র।