হবো ড্রাইভার
তোফায়েল আহমেদ তুষার
————————————-
মা বলে বড় হয়ে কি হবি বাবা?
ছেলে বলে মা মারহাবা, মারহাবা
পড়াশুনা আমি খুব বেশি করবো না
বিসিএস আমি মা কখনোই হবো না।
কথা শুনে মায়ের চোখ উঠে কপালে
পাগল ছেলে আমার কি বলে? কি বলে?
মা তুমি চিন্তা অযথাই করছো
ড্রাইভার হবো আমি, তুমি কি শুনছো?
এত কাজ থাকতে ড্রাইভার কেন রে?
কোটি টাকা কামাবো বাপরে বাপরে।
ড্রাইভারে কোটি টাকা কোথা তুই পেলি রে?
টিভি তুমি দেখো না? আহারে, আহারে!
ড্রাইভারের চাকরি, এতো এতো বাড়ি
আছে টাকা, আছে ধন, আছে দামী গাড়ি।
কি আর বলবো, আজব এই দেশটা
দেখে আমি নিবোই ড্রাইভারীর শেষটা।
মা বলে বাবাকে কি বলে ছেলে?
বাবা বলে মাকে, কি বলে, কি বলে
ছেলে নাকি তোমার হবে ড্রাইভার
শেষ কালে সম্মান থাকবে কি তোমার?
ছেলে আমার কথা বলেছে ঠিকই
আমিও ভাবছি ড্রাইভার হবেই।
সারাজীবন করলাম সরকারি চাকরি
জুটলোনা কপালে পাকা বাড়ি।
দেশটা চলেছে দুর্নীতির শিখরে
এই বুঝি দেশটা রসাতলে গেলোরে!
বাবা তুই কারো কথা শুনিস না আর,
দোয়া করি সব ছেড়ে হয়ে যা ড্রাইভার।
তারিখঃ ২২/০৯/২০ইং