আমি সকল দাসত্ব হতে মুক্তি চাই
আমি গামলার পানিতে জিয়নো মাছ হতে চাই না,
আমি হতে চাই স্রোতস্বিনী নদী।
যেখানে অবলীলায় সাঁতার কাটব জল পরীদের সনে।
আমি গাছের মূল কাটা ছোট সৌখিন পাত্রে সাজানো
বনসাই হতে চাই না,
আমি হতে চাই মূলসমেত বিস্তীর্ণ ভূমিতে বেড়ে উঠা বৃক্ষ,
যে ছায়া দিবে ভরদুপুরে প্রখর রৌদ্রে পোড়া ক্লান্ত পথিককে।
আমি লতানো পরগাছা হতে চাই না,আমার চাই স্বীয়শক্তি,
যার প্রভাবে বলীয়ান হয়ে দন্ডায়মান হব নির্দিষ্ট মানচিত্রে।
আমি পিঞ্জরে বন্দী পোষা মনোরম পাখি হতে চাই না,
আমি আমার স্বাধীন ডানায় ভর করে মুক্ত আকাশে উড়ে উড়ে মুক্তির আস্বাদ পেতে চাই।
আমি ন্যায়ের স্তুতি গাওয়া অপরাধে শৃঙ্খলিত হতে চাই না,
আমি চাই সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার মোহর আর স্বাক্ষর হতে।
যার পর আর কোন অন্যায় বাধা থাকবেনা।
আমি অভুক্তের উদরের ক্ষুধায় কাতর যন্ত্রণা হতে চাই না,
আমি হতে চাই দুবেলা দুমুঠো থালা ভরা ডাল ভাত।
আমি কোন নারীর সম্ভ্রমের উপর দানবের ভয়াল থাবার
বিস্তারিত বর্ননার স্বাক্ষী সহ বিভিন্ন মাধ্যমের সংবাদ হতে চাই না,
আমি চাই লালসা ভরা অবয়বে ম্যাগমা ঢেলে পরিশুদ্ধ করতে।
আমি কার্নিভালের বাজি হতে চাই না,
আমি চাই যোগ্যতার ভিত্তিতে প্রতিটি মানুষের জীবিকার নিশ্চয়তা।
আমি নেশার ঘোরে বিবেক শূন্য সন্তান হতে চাই না,
যার হাতে পিতা মাতার পবিত্র রক্ত ঝরে।
আমি গৃহবন্দী মানুষের হাহাকার হতে চাই না,
আমি দূষণ মুক্ত, জীবাণু মুক্ত নিশ্চয়তার আবাস হতে চাই।
আমি মানব জাতির কলাম হতে চাই না,
আমি চাই ধর্ম বর্ণের বৈষম্য হীন জাতি হতে।
যেই সমাজের মাথার তাজ হবে মানবতা।
আমি স্বাধীকার চাই।
আমি স্বাধীনতা চাই।
আমি সকল দাসত্বের শৃঙ্খল থেকে-
মুক্তি চাই
মুক্তি চাই
মুক্তি চাই।।
লেখিকা: মাহফুজা আরা পলক
প্রভাষক, কিশোরগঞ্জ মডেল কলেজ।