চোর সমাচার
___________________
চারদিকে করোনায় লাগছে মহামারী
এক শ্রেণীর মানুষ করে চাউল, তেল চুরি
মানুষ মরে অনাহারে, করে হাহাকার
চোর শালারা রচনা করে চুরি সমাচার।
নির্বাচনে চোর বাবাজি দেখায় আদর্শ
ক্ষণিক বাদেই চালান তিনি চুরি পরামর্শ
এই ভাতা, সেই ভাতা, ত্রাণের সামগ্রী
জনগণকে ফাঁদে ফেলে বানায় বোকা মুরগি।
দিন দুপুরে চুরি করে টানে খুশির বিড়ি
একটু একটু করে তিনি বানায় টাকার সিড়ি
টাকার সিড়ি আছে তার, নাই কোনো চিন্তা
সকাল বিকাল ফন্দি আটেন নতুন কোনো ধান্দা।
মুখে তাদের মিষ্টি বুলি, মিঠা মিঠা রস
কথার ফাঁদে ফেলে তারা জনতা করে বশ
সরলতার সুযোগ নিয়ে পকেট করে ভারী
বিপদে আপদে, তার কাজ থাকে জরুরী।
চারদিকে মহামারী, জনতার কান্না
কানে তার তুলো মারা, শুনতে পাননা
আছে লাঠি, আছে টাকা, আছে ক্ষমতা
চুরের কি আর ধর্ম আছে? নাকি মমতা?
জনতা এবার উঠুন জেগে করে গর্জন
তাদের উপর করুন সবাই ধিক্কার বর্ষণ
এই শালারাই এখনকার নব্য রাজাকার
আসুন সবাই রচনা করি চোর সমাচার।
লেখক: তোফায়েল আহমেদ তুষার
সংবাদকর্মী, কিশোরগঞ্জ।