ধুলোর শহর
তোফায়েল আহমেদ তুষার
🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️
হারিয়ে যেতে চাই হারানো পথ ধরে
যেখানে তুমি নেই, তোমার শহর,
পুরোনো রাস্তার ধুলো আঁধারে
মরিচীকার পেছন নিরবে হেটে হেটে।
রাস্তার শেষে পুরোনো ল্যাম্পপোস্টে
ছোট করে লেখা কিছু পুরোনো কথা।
ক্লান্তি শেষে রোজ বিকেলে টি শার্ট গায়ে
দাঁড়িয়ে থাকা সেই পুরোনো প্রতীক্ষা।
এই শহরের ধুলোমাখা সেই ১১ নম্বর গলি
যেখানে ছিলো শুরু, শেষ না হওয়া কিছু কলি।
চিরচেনা সেই সন্ধ্যা আলোতে জানালায় লুকোচুরি
চিরকুটে লেখা ছোট ছোট কিছু কবিতাগুলি।
নিরব শহর আজো সাজে সরব নিরবতায়
হেটে চলি নিরবে অজানা প্রতীক্ষায়।
ব্যস্ত শহরের ব্যস্ত গলিতে কত কথার স্মৃতি!
সবি আজ বয়ে বেরায় পুরোনো হতাশায়।
এই শহরের পুরোনো ঘড়িতে নতুন সময়ের ঘন্টা
প্রতিনিয়তই বেজে চলে সেই দুপুর সোয়া বারোটা।
সময়ের স্রোতে ভেসেই চলেছি নিরব একা একা
পুরোনো রেকর্ডারে এখনও বাজে সেই সুরটা।
শহর আজ সেজেছে লাল, নীল আর হলদে বাতিতে!
সময়ের সাথে বদলে যাওয়া শহরের চারপাশ।
বদলায়নি শুধু ১৩৩ নং হোল্ডিংয়ে
বাস্তবতায় বেঁচে থাকা সেই আমার বসবাস।
বারবার আমি হারাতে চাই সেই হারানো পথে
যেখানে ছিলাম দু’জনে হাত ধরে হাতে।
এই শহরে প্রতিনিয়ত হাজারো রংয়ের বহর
আমার কাছে এই শহর আজ শুধুই ধুলোর শহর।
লেখকঃ তোফায়েল আহমেদ তুষার, সংবাদকর্মী।