নজরুল ইসলাম সাগর
কার বজ্র কন্ঠে সেদিন সারা দুনিয়া কাঁপছিল,
কার আঙ্গুলের ঈশারাতে পাক সিংহাসন দুলছিল?
কার বলিষ্ঠ নেতৃত্ব বাঙালীর ঘুম ভাঙালো,
কার নির্দেশে বীর বাঙালী রাজপথ রক্তে রাঙালো?
কার নির্দেশে সোনার ছেলেরা যুদ্ধে ঝাপিয়ে পড়ে,
দূর্গ গড়ে তুলেছিল এই দেশের প্রতিটি ঘরে?
সাতই মার্চের মহা কবিতায় প্রেরণার নেই শেষ,
সে প্রেরণায় জন্ম নিয়েছে সোনার বাংলাদেশ।।
যার ডাকেতে একটি সাগর রক্তে ভাসালো আর,
পশ্চিমাদের পদদলিয়ে জয় হল বাংলার।।
তিনি যে সবার মধ্য মনি সব বাঙালীর প্রাণ,
ইতিহাসের মহানায়ক শেখ মুজিবুর রহমান।।
লেখক: প্রতিনিধি-দৈনিক আমাদেরসময়
সভাপতি-অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব।