খন্দকার আবু সুফিয়ান, অষ্টগ্রাম প্রতিনিধি: আহলে সুন্নাত ওয়াল জামা’আত অষ্টগ্রাম উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ধর্মপ্রচারক ও সুফী মতাদর্শের সুন্নী আক্বিদার ইসলামী বক্তা মুফতী আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবীতে আজ (২১ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি সকাল ১১ ঘটিকার সময় অষ্টগ্রাম উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা সৈয়দ জহিরুল ইসলাম জুয়েল সাহেব, মাওলানা কাজী আব্দুল হাফিয গফুর আশরাফী সাহেব, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা কাজি জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি মাওলানা রেদওয়ানুল হক আশরাফী, মাওলানা জালাল উদ্দিন আশরাফী, মাওলানা কাজী আব্দুস সামাদ আশরাফী, মাওলা কাজী আব্দুল কুদ্দুস আশরাফী, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ চিশতী, যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আশরাফী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান রেজভী।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আগত নেতৃবৃন্দ, মুফতী আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে দায়েরকৃত উদ্দেশ্যে প্রনোদিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সরকার নিকট আহ্বান জানিয়েছেন।
এছাড়াও উক্ত অনুষ্টানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতৃবৃন্দ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।