অষ্টগ্রামে বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
আতাউল গণি, অষ্টগ্রাম প্রতিনিধি:
অষ্টগ্রামের বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ে যথাযথ তাৎপর্যের সাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
রবিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬:৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রইছ উদ্দিন আহমেদ, সেক্রেটারি ছায়েদুল ইসলাম ভূইয়া কামরুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, সহকারী শিক্ষক-বৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে স্বাস্থ্য বিধি মেনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।