নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপজেলার কাস্তুল ইউনিয়নের স্বপ্নীল গণগ্রন্থাাগারে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী রহমান, সাংগঠনিক সম্পাদক খন্দকার আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক মোঃ নাদিরুজ্জামান আজমল, সদস্য মোঃ ঝুটন মিয়া, অষ্টগ্রাম উপজেলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক আতাউল গণি, সদস্য রুহুল আমিন রনি প্রমুখ।
সভায় উপজেলার সাংবাদিকতার মানোন্নয়ন ও উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করা।
এছাড়া সভায় দেশের বর্তমানে আলোচিত ঘটনা সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে লাঞ্চিত করে গ্রেফতারের পর কারাগারে প্রেরণের প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে তাকে মুক্তি দেয়ার জোর দাবি জানানো হয়।
অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ অনুষ্টানটি সঞ্চালনা করেন।