নিজস্ব সংবাদদাতাঃ কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় অষ্টগ্রামের জিরো পয়েন্ট এলাকায় এক রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সরকারী রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান বিপিএম, কাস্তুল ইউপি চেয়ারম্যান সাইফুল হক রন্টি, পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান মো. কাছেদ মিয়া, বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ফারুক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শেখ তারিফ আহমেদ, যুগ্ন আহবায়ক শামসুল আলম শামীম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অজিত দত্ত, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী রহমান, সদস্য সাজ্জাদ হোসেন সমুজ, আতাউল গণি, রনি দেব, ঝুটন মিয়া প্রমুখ।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফেজ খন্দকার আবু সুফিয়ান।