মাহবুব আলম ( অষ্টগ্রাম) কিশোরগঞ্জ ঃ হাওর বেষ্টিত অষ্টগ্রামের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি এ. এফ মাসুক নাজিম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী আগামী প্রজন্মের কাছে তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, মিজানুর রহমান খান, প্রবাল কান্তি দাশ, রাফিউল আমীন আকন্দ, উজ্জ্বল ভূইয়া সহ বিদ্যালয়ের শিক্ষকগন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মলগ্ন থেকে শুরু করে বাংলাদেশের জন্ম পর্যন্ত বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করেন এ.এফ মাসুক নাজিম।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা কবিতা আবৃত্তি, ছড়া ,একক গান ও মনোমুগ্ধকর দেশাত্মবোধক নৃত্য ও একক নৃত্য পরিবেশন করা হয়।
উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ফারুক।