বিশ্ববিদ্যালয় সংবাদাতা: কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আইন বিভাগের আয়োজনে কানাডিয়ান আইন শিক্ষা পদ্ধতি বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়েছে। রবিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয় সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর রফিকুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশী বংশদ্ভুত কানাডিয়ান ইউনিভার্সিটি অব ওয়াইন্ডজর এর আইন বিভাগের শিক্ষার্থী রুদ্রাক্ষী চক্রবর্তী (রুশি)।
কর্মশালায় বাংলাদেশী শিক্ষার্থীরা কিভাবে কানাডায় আইন বিষয়ে পড়াশোনার জন্য যেতে পারেন এবং আইন বিষয়ে কানাডায় শিক্ষার্থীরা যেসব সুবিধা পেতে পারেন এসব বিষয়ে আলোচনা করেন। এছাড়া কানাডায় অবস্থান করে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিয়ে তাদের কর্মদক্ষতার মাধ্যমে কিভাবে নিজেদের অবস্থান তৈরী করতে পারেন এসব বিষয়ের উপর আলোকপাত করেন।
এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সহকারী অধ্যাপক মনজুুরুল হক, আয়শা আক্তার লাকী, প্রভাষক ফয়জুল কবির রুমি, রমা দাস প্রমুখ।
কর্মশালা শেষে প্রধান আলোচক রুদ্রাক্ষী চক্রবর্তী (রুশি) ‘র হাতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকগণ সম্মাননা স্মারক প্রদান করেন।
এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও আইন বিভাগের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক রেযাউল করিম।
উল্লেখ্য রুদ্রাক্ষী চক্রবর্তী (রুশি) দেশবরেণ্য বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. দুর্গাদাস ভট্টাচার্যের নাতনি।