বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ইংরোজ বিভাগের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) সকাল ১১টায় ইংরেজি বিভাগে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা ডেইলি এশিয়ান এইজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাদিম কাদের, সম্পাদকীয় সহকারি রাজন আকন্দ, সমকাল পত্রিকার কিশোরগঞ্জ ব্যুরো প্রধান সাইফুল হক মোল্লা দুলু, নিউ ন্যাশন পত্রিকার সিনিয়র সাংবাদিক আলম সারোয়ার টিটু, কিশোরগঞ্জ নিউজের সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা নবীনদের স্বাগত জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এর আগে ইংরেজী বিভাগের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানায়।
পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংধস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাহমিনা আক্তার জান্নাত।