নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের করিমগঞ্জে সিঁদ কেটে বসতঘরে ঢুকে ছয় বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আলী হোসেনকে (৫৫) কে গ্রেপ্তার করেছে করিমগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার শোলাকিয়া গাছবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর দুপুরে অভিযুক্ত আলী হোসেনকে কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন জানান, শিশুটিকে ধর্ষণের পর পালিয়ে ঢাকায় চলে যান আলী হোসেন। সেখান থেকে কিশোরগঞ্জ আসেন। গোপনে খবর পেয়ে দুই থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।
তিনি জানান, গ্রেপ্তার আলী হোসেনের বিরুদ্ধে এলাকায় একাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে।
গত ৭ সেপ্টেম্বর রাতে করিমগঞ্জ উপজেলার এক দরিদ্র রিকশাচালকের ছয় বছরের শিশুকন্যা বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। এসময় ঘরের সিঁদ কেটে ওই শিশুকে নিয়ে যায় একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আলী হোসেন।
ধর্ষণের পর শিশুটিকে বাড়ির পাশে একটি ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় আলী হোসেন। সকালে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই দিন আলী হোসেনকে আসামি করে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।