মোঃ নজরুল ইসলাম: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতরের যৌথ উদ্যোগে জাতীয় যুব দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ”মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান।
এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) বেলা ১১টায় যুব উন্নয়ন অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় এবং উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চু, উপজেলা ভাইস চেয়রম্যান মানিক কুমার দেব প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের সরকারী বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ঋণের চেক, গাছের চারা, মাস্ক বিতরণসহ অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।