নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে কাঞ্চন মিয়া (৪২) নামে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে এএসআই মোঃ ওমর ফারুক, নূরুল ইসলাম ও শফিকুল ইসলামসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করে জিআর মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী কাঞ্চন মিয়া (৪২) কে পূর্ব অষ্টগ্রাম তাহেরাবাদ এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কাঞ্চন মিয়া উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের মৃত সবুজ মিয়ার পুত্র।