মিয়া মোঃ ছিদ্দিক, (কটিয়াদী প্রতিনিধি): কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযতভাবে পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে কটিয়াদী বাসট্যান্ড থেকে র্যালী হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
কটিয়াদী উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ-২) আসনের সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের শ্রম ও ক্রীড়া সম্পাদক ও কটিয়াদী বাজার বনিক সমিতির আহবায়ক গোলাম মস্তোফা, মেয়র পদপ্রার্থী শাহরিয়ার আহমেদ পাভেল, মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিকসহ উপজেলঅ শ্রমিকলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।