অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়ক রক্ষায় ইঁদুর নিধন অভিযান চলছে। অষ্টগ্রাম উপজেলার অলওয়েদার সড়কে চলছে এই ইঁদুর নিধন অভিযান। মহামান্য রাষ্ট্রপতি ও হাওরবাসীর স্বপ্নের অষ্টগ্রাম-মিঠামইন-ইটনা অল ওয়েদার সড়ক রক্ষায় বুধবার (১৪ জুলাই) উপজেলার ২নং কাস্তুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হক রন্টি সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে সপ্তাহ ব্যাপী এ অভিযান শুরু করেন।
বর্ষায় ডুবে গেছে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইনের হাওর। চারদিকে থৈ থৈ করছে পানি। অল ওয়েদার সড়ক এখন ভাসছে পানির উপর। হাওরের সমস্ত ইঁদুর বাসা বেঁধেছে এ সড়কে। ইঁদুরের আক্রমণে যে কোন সময় স্বপ্নের এ সড়কের মারাত্মক ক্ষতি হতে পারে তাই চেয়ারম্যান সাইফুল হক রন্টির এ ব্যতিক্রমী উদ্যোগ।
বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় অষ্টগ্রাম-মিঠামইন-ইটনা সড়কের ভাতশালা এলাকায় গিয়ে দেখা যায়, তিনি স্থানীয় যুবকদের নিয়ে গঠন করেছেন ইঁদুর নিধন বাহিনী। তাদের পুরষ্কারও দিচ্ছেন ব্যক্তিগত তহবিল থেকে। এ অভিযান এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম দিনেই তারা নিধন করেছে পাঁচ শতাধিক ইঁদুর।
এ বিষয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হক রন্টি এ প্রতিবেদককে জানান, সারা দেশের পর্যটকদের দৃষ্টি এখন এক সময়ের অবহেলিত কিশোরগঞ্জের হাওরের দিকে। প্রতিদিন হাজার হাজার পর্যটকের পদচারনায় মুখরিত হয় এ হাওর জনপদ। মাহামান্য রাষ্ট্রপতির স্বপ্নের অষ্টগ্রাম-মিঠামইন-ইটনা অল ওয়েদার সড়ক ও হাওরের সৌন্দর্য উপভোগ করতেই পর্যটকরা আসেন এ দূর্গম হাওরে। এ বর্ষা মৌসুমে ডুবে যাওয়া হাওরের হাজার হাজার ইঁদুর যাতে অল ওয়েদার সড়কের কোন ক্ষতি করতে না পারে সে জন্যে আমাদের এ ইঁদুর নিধন অভিযান। সপ্তাহব্যাপী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।