নিজস্ব সংবাদদাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উলেক্ষ্যে কিশোরগঞ্জে দোয়া, মিলাদ ও বৃক্ষরোপন কর্মসূচি করেছে ছাত্রলীগ নেতা সাইদুর রহমান সজল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ, হোসনেপুর (কিশোরগঞ্জ-১) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপির নির্দেশনা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জস্থ হারুয়া এলাকার কুটিগির্দ্দী জামে মসজিদে বাদ যোহর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে সরকারি গুরুদয়াল কলেজে প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সাইদুর রহমান সজল, নাসির উদ্দীন পিয়াস, মুবিন ইসান, আতিকুর রহমান রাজনসহ জেলা, উপজেলা ও কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।