নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জে ১২ কেজি সাতশত গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২ অক্টোবর) ভোরে জেলার করিমগঞ্জ উপজেলার গাংগাইল এলাকা থেকে মোঃ জিনু মিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিনু মিয়া করিমগঞ্জ উপজেলার গাংগাইল এলাকার মৃত হাফিজ উদ্দিনের পুত্র।
কিশোরগঞ্জ র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার এম শোভন খান (বিএন) নিউজ ভিশনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি,খুচরা বিক্রয় করে আসছিলো। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হলে তথ্যের সত্যতা পাওয়া যায়।
তারই প্রেক্ষিতে শুক্রবার অনুমান ভোর ০৫.০০টার দিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন গাংগাইল এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ জিনু মিয়া (৪৫) কে ৭০০ গ্রাম গাঁজাসহ র্যাব-১৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা’সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিনু মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে স্বীকার করে
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।